প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৬:১৪:১৯ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক: ঝড়ের কবলে পড়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চ। সোমবার বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চ ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়। এর পাশাপাশি ঢাকা থেকেও দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসে প্রায় শতাধিক লঞ্চ। সন্ধ্যা থেকে বৃষ্টি থাকায় বৃষ্টিকে উপেক্ষা করেই নিজ নিজ গন্তব্যে ঘাট ত্যাগ করেছেন লঞ্চগুলো।
আনুমানিক রাত ১১ টায় মাঝ নদীতে ছোট বড় বিভিন্ন লঞ্চগুলো ঝড়ের কবলে পড়ে। এতে বড় ধরনের তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। ঝড়ের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে। এনিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন মো. স্বপন খান নামে এক ব্যক্তি।
তিনি এই প্রতিবেদককে জানায় ঢাকা থেকে আমতলীর উদ্দেশ্যে রওনা হই হঠ্যাত মাঝ নদীতে প্রচন্ড ঝড় শুরু হয়। আমাদের লঞ্চের আশেপাশে অনেক লঞ্চ এই ঝড়ের কবলে পড়েছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঠিক ভাবে গন্তব্যে পৌঁছে দেয়।