দেশজুড়ে

যশোর অভয়নগরে করোনা মহামারি শনাক্তের হার ৭৩.১৭ অংশ

  প্রতিনিধি ১৮ জুন ২০২১ , ১০:৩৩:২৮ প্রিন্ট সংস্করণ

যশোর প্রতিবেদক।। যশোর অভয়নগর উপজেলায় গতকাল পর্যন্ত  করোনা শনাক্তের হার ছিল ৭৩.১৭ ভাগ।উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স এর তথ‍্য মতে কর্তব‍্যরত চিকিৎসক তানসেল হোসেন জানান,গতকাল পযর্ন্ত ৪১ জনের নমুনা পরীক্ষা র জন‍্য ল‍্যাবে পাঠানো হয়।গত ১৭ জুন হাতে পেয়েজি।
এতে দেখা যায়,৪১ জনের মধ্যে ৩০ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।যা বর্তনমানে শতকরা ৭৩.১৭  জন।সব মিলিয়ে  অভয়নগর উপজেলায়  মোট করোনার শিকারে শনাক্ত হয়েছে ৮০০ জন।এর মধ্যে ৩ জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।বর্তমানে ১৫৫জন চিকিৎসাধীন রয়েছেন।
এদের মধ্যে যাদের অবস্থা মোটামুটি ভাল না সেই ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি ১৫৫ জন ডাক্তারের নির্দেশনা মেনে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।গত দুইদিনে মৃত্যু হয়েছে তিন জনের।।এরা হলেন উপজেলার কোটা গ্রামের সাহিদুলের স্ত্রী মারুফা বেগম।
অপর দুই জন ভৈরব উত্তর – জনপদের উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়নের ধুলগ্রাম গ্রামের আদিত্ত দত্তের ছেলে বিষ্ণু পদ দত্ত (৬৮) ও সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দপাশা গ্রামের মকবুল হোসেন( ৬০)।