দেশজুড়ে

বরিশালে ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২১ , ১০:২১:০৯ প্রিন্ট সংস্করণ

বরিশালে ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বরিশালে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। ‍

ঈদুল আজহার পর সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকরে তৎপর রয়েছে জেলা প্রশাসন। ‍

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৭ জুলাই) বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

বেলা ১১ টার দিকে সদর রোডে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল।

‍এসময় ২ ব্যক্তি ও ৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অভিযানে তুষার মেডিকেল হলকে ১০ হাজার, দি মেডিকাসকে ৫ হাজার ‍এবং ‍মেসার্স এনাম মেডিকেলকে ১৫ হাজার টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ‍

এছাড়া ২ মোটরসাইকেল চালককে ৫শ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল জানান, দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে রাখাসহ অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় ‍এই জরিমানা করা হয়েছে।

‍এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের ‍এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content