দেশজুড়ে

জয়নব বিবির মুখে হাসি ফোটালেন মেয়র সাদিক

  প্রতিনিধি ১২ মে ২০২১ , ৬:৩০:৪৯ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ সদর উপজেলার চরকাউয়ায় জয়নব বিবির মুখে হাসি ফোটালেন মেয়র সাদিক বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অসহায় জয়নব বিবি এক মাকে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন বরিশালের জননন্দিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জানা গেছে, বেশ কিছুদিন আগে মেয়র সাদিক আব্দুল্লাহ সদর উপজেলার শ্রমিক ইউনিয়নের ভবন উদ্বোধনে গেলে অসহায় জয়নব বিবি মেয়রের কাছে তার মাথা গোঁজার জন্য একটি ঘরের কথা বললে তিনি তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য এনামুল হক সাগরের তত্ত্বাবধানে তার নিজ অর্থায়নে ঘরটি নির্মাণ করে দেন।

আজ ১২ মে জয়নব বিবিকে ঘর বুঝিয়ে দিলে তিনি খুশিতে আত্মহারা হয়ে যান।

তার এই ঘর পাওয়ার অনুভূতি দেখে ৭ নং চরকাউয়া ইউনিয়নের আ’লীগ ও ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা খুব আনন্দিত ও তার পাশে থাকার আশা ব্যক্ত করেন এবং এ ধরনের মহৎ কাজে তারাও এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন।

আরও খবর

Sponsered content