প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ১:১৯:০৮ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥ বরিশালের একটি ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের বাটনা এলাকার আমিরগঞ্জ বাজার সংলগ্ন আই বি এফ ব্রিকফিল্ডে এমন দৃশ্য দেখা গেছে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে কৃষিজমির মাঠে ইটভাটাটি স্থাপন করা হয়। এ ভাটায় প্রতিবছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইট তৈরি করা হয়। এখানে প্রায় শতাধিক শ্রমিক কাজ করেন। প্রতিবছর ৪০ থেকে ৫০ লাখ ইট উৎপাদন করা হয়। কয়লা দিয়ে ইট পোড়ানোর নিয়ম থাকলেও এখানে তা মানা হচ্ছে না।
আই বি এফ ব্রিকফিল্ডে গিয়ে দেখা যায়, ইটভাটার বিভিন্ন স্থানে পোড়ানোর জন্য কাঠ মজুত করা হয়েছে। শ্রমিকেরা ট্রলিতে ভরে কাঠ এনে ইট পোড়ানোর স্থানে স্তূপ করে রাখছেন। জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ইট পোড়ানোর মৌসুমে প্রচুর বিষাক্ত ধোঁয়া বের হয়। এতে আশপাশের জমিতে ধানের আবাদ ও এলাকার ফলদ গাছপালার উৎপাদনে ব্যাপক ক্ষতি হচ্ছে।বাটনা এলাকার বাসিন্দা আবদুল জলিল, সাইফুল ইসলাম সহ ১০-১২ জন কৃষক বলেন, তাঁরা সারা বছর মাঠের ফসলের আবাদের ওপর নির্ভরশীল। কিন্তু তাঁদের গ্রামের এই ফসলি জমিতে ইটভাটাটি স্থাপনের পর থেকে তাঁদের ফসল উৎপাদন কমে গেছে। ফলদ গাছেও ফল কম ধরে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী বিনা লাইসেন্সে কেউ ইট তৈরি করতে পারবেন না।
কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতে পারবেন না। করলে তিনি অনধিক তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-২০১৯-এর তথ্য থেকে জানা যায়, আবাদি জমিতে কোনো ইটভাটা তৈরি করা যাবে না। পরিবহনে এলজিইডির রাস্তা ব্যবহার করা যাবে না। কাঠ পোড়ানো যাবে না। কিন্তু এর কিছুই মানছেন না বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের বাটনা এলাকার আই বি এফ ব্রিকস। উক্ত আইনে আরও উল্লেখ আছে, ইট পোড়ানোর সংখ্যা রেজিস্ট্রার বইয়ে লেখার কথা থাকলেও আই বি এফ ব্রিকস প্রকৃত সংখ্যা লিখেন না। কারণ জানতে চাইলে ম্যানেজার জানান, ভ্যাট ফাঁকি দেওয়ার জন্যই প্রকৃত সংখ্যা লেখা হয় না।
বাটনার সবজি চাষী আবদুল বাতেন জানান, তার বাড়ির পাশে আই বি এফ ব্রিকস ইটের ভাটা। রাত-দিন সেখানে পুড়ছে ইট, উড়ছে ধোঁয়া আর গ্রামের প্রতিটি কাঁচা-পাকা সড়কে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ইটবাহী ট্রাক্টর গাড়ির ভয়ংকর শব্দ। ইটভাটার ধূলোবালি ও গাড়ির অত্যাচারে গ্রামবাসী অসহায়। জানাগেছে, ইটের ভাটা দিতে হলে পরিবেশ বিভাগের ছাড়পত্র, কৃষি বিভাগের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, বিএসটিআই ইত্যাদি যাবতীয় অনুমোদন নিতে হয়। কিন্তু আই বি এফ ব্রিকফিল্ডের এসকল কাগজপত্র দেখাতে রাজি হয়নি মালিক পক্ষ।
আই বি এফ ইটভাটার এক শ্রমিক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ইটে ব্যাপক লাভ। সে কারণে ইটের ব্যবসা করেন অনেকে। তার মতে, আমাদের ব্রিকসের মালিক একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তার মুখে শুনেছি বরিশালের বিভিন্ন সাংবাদিক ও প্রভাবশালী ব্যাক্তিদের সাথে তার ভাল সম্পর্ক আছে। তার কেউ তার কিছুই করতে পারবে না। অসমর্থিত একটি সূত্র জানায়, অবৈধ ভাটায় পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ যেন ভেঙে না দেয় সে জন্য বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্তা-বাবুদের কাঁচা টাকা দিয়ে রাতারাতি সব ম্যানেজ করে রেখেছেন। সরেজমিনে আরও দেখা যায়, আই বি এফ ব্রিকস নদীর পাশে হওয়ায় আশপাশে জেগেওঠা চর থেকে মাটি কেটে বিশাল মজুদ করা হয়েছে।
এছাড়া মালিকানাধীন ফসলি জমি থেকেও মাটি কেটে আনছে সিকো ব্রিকসের শ্রমিকরা। ভাটাটিতে কোথাও কয়লা চোখে পড়েনি। কেবল গাছপালা দিয়েই ইট পোড়ানো হচ্ছে এখানে। ভাটা মালিক প্রভাবশালী হওয়ায় সরকারী আইন মানছেন না তিনি। দেদারছে কাঠ পোড়ানোর কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ হুমকির মুখে পড়েছে পরিবেশ। আই বি এফ ব্রিকসে বর্তমানে কাঠ মজুদ আছে । সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনবসতি থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা তৈরি করার কথা এবং সেটা হতে হবে অবশ্যই ফসলি জমি বাদে পতিত জমিতে। কিন্তু এ নিয়ম মানেনি আই বি এফ ব্রিকস।
জানা গেছে, আই বি এফ ইট ভাটায় গড়ে ৪০ থেকে ৫০ লাখ ইট উৎপাদন করতে প্রায় ছয় কোটি ঘুনফুট মাটি ও বালু ব্যবহার করা হয়। আর ওই মাটির সিংহভাগই ফসলি জমির উপরিভাগ থেকে কেটে নেওয়া হয়। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে উপজেলার কোনও জমিতে ফসল উৎপাদন তো দূরের কথা এ অঞ্চল বিরান ভূমিতে পরিণত হবে বলে সচেতন মহলের দাবী। আই বি এফ ব্রিকসের এক পক্ষ্য মালিক মিলন বলেন, ‘আমরা কয়লা দিয়ে পুরেছি তাতে লাভ কম। তাই কাঠ দিয়ে পুরি, নিয়ম মানিনা তাতে কি ব্যাবসা তো করতে হবে ।’
এবিষয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুল হালিম বলেন, আই বি এফ ব্রিকফিল্ডে আমি পরিদর্শনে যাব।
তারা যদি কাঠ পুড়িয়ে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী ও কৃষকদের অভিযোগ, উৎকোচ ও রাজনৈতিক প্রভাবে পরিবেশ অধিদফতর থেকে ছাড়পত্র নিয়ে পরে জেলা প্রশাসক কার্যালয় থেকে লাইসেন্স নিয়ে ইটভাটা গড়ে হাজার হাজার মানুষের ক্ষতি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এর কোনও প্রতিকার করা হচ্ছে না। যেভাবে কাঠের কালো ধোঁয়া হচ্ছে, তাতে স্বাস্থ্যহানি এবং পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে আই বি এফ ব্রিকসে কাঠ পোড়ানো বন্ধের দাবি জানাই।