দেশজুড়ে

বরিশাল ৪- শাম্মীর আপিল শুনানির তারিখ পরিবর্তন

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ১২:২৮:৫৬ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ দ্বৈত নাগরিকত্ব থাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই পেক্ষিতে আপিল শুনানি থাকলেও তারিখ পিছিয়েছে ইসি। শুক্রবার (১৫ ডিসেম্বর) পুনরায় তার প্রার্থিতা নিয়ে শুনানি হবে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) নির্বাচন কমিশনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

 

শাম্মী আহম্মেদের শুনানি আপিল ১৪ ডিসেম্বর থাকলেও শুনানি আপিল কোর্টের বিচারকগণ তার শুনানি ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সময় ও তারিখ নির্ধারণ করে দেন। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে ৩০টিরও বেশি আবেদন হয়েছে বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চেয়ে। আপিল শুনানি কার্যক্রম ছয় দিন চলবে।

 

আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

আরও খবর

Sponsered content