দেশজুড়ে

বঙ্গবন্ধু উদ্যানে মসজিদ থাকলেও বন্ধ ওযুর স্থান

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৪ , ১২:১৭:৩৬ প্রিন্ট সংস্করণ

হাসিব ইসলাম আসিফঃ বরিশালের ঐতিহাসিক ভ্রমণ স্থান বঙ্গবন্ধু উদ্যান। যেটা বেলস পার্ক নামেও পরিচিত। এই উদ্যানটি বরিশালের সবচেয়ে উদ্যান। যেখানে রয়েছে একটি খেলার মাঠ, উদ্যানটি ঘিরে একটি হাঁটার পথ, হেলিপ্যাড, প্রচুর গাছ এবং উত্তর পাশে একটি হ্রদ রয়েছে। উদ্যানের ভেতরে বসার জন্য বেঞ্চ ও ছাতা রয়েছে। বর্তমানে উদ্যানটির মালিকানা গণপূর্ত বিভাগের, তবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।

এখানে প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম ঘটে। তবে শুক্রবারে ভিড়  থাকে অনেক বেশি। এখানে বিভিন্ন ধর্মের লোকজন ঘুড়তে আসেন। যারা মুসলিম ধর্মের তারা অনেকেই আজান হলে ছুটে যান মসজিদের দিকে। তবে উদ্যানে নামাজের স্থান থাকলেও কয়েক মাস ধরে বন্ধ ওযুর স্থান। ওযু করার জন্য ধর্মপ্রাণ মুসল্লীদের সিমাহীন ভোগান্তি পাহাতে হয়।

নামাজ পরতে আসা মুসুল্লীরা বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ যদি অযু করার স্থানটি সচল করে দেন তবে এখানে আসা মুসুল্লীদের অযু করতে কোনো বেগ পেতে হবেনা। বিষয়টি সমাধানে দ্রুত মেয়রের হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরও খবর

Sponsered content