Uncategorized

“বুলবুল’র প্রভাবে সাগর উত্তাল, কলাপাড়ায় বৃষ্টি“

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০১৯ , ১:৫৪:০০ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা বঙ্গোপসাগর। বৃহস্পতিবার রাত থেকে কলাপাড়ার গোটা উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারনে ঝড় আতংক বিরাজ করছে মানুষের মধ্যে। সাগর উত্তাল থাকায় শুক্রবার সকাল থেকে সাগরে মাছ ধরারত সকল ট্রলার উপকূলে নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছে।
এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে বৃহস্পতিবার রাতে দূর্যোগ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। সভায় উপজেলার সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখাসহ রেডক্রিসেন্ট সোসাইটির মাঠ পর্যায়ের কর্মীদের সতর্ক রাখার নির্দেশ প্রদান করা হয়।
এদিকে দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। সাগর উত্তাল থাকায় দূর্ঘটনা এড়াতে পর্যটকরা যাতে গোসল করতে না নামে এজন্য তাদের তীরে থাকার জন্য বলা হয়েছে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে।

আরও খবর

Sponsered content