বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। গতকাল বরিশাল জেলা পরিষদের ১৬ জন সদস্য এ অভিযোগ করে চেয়ারম্যনের বিরুদ্ধে সাধারন ডায়রী করেন। যাহার নং-৫৮৩। তারা অভিযোগে উল্লেখ করেন, তারা বলেন, মাইদুল ইসলামের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমারা সব সময় রুখে দাড়াই। বিভিন্ন দূর্নীতিতে বাধা দেই। কিন্তু তাকে কোন ভাবে অনিয়ম থেকে সরাতে না পেরে আমারা ১৬জন সদস্য গত ২৮ অক্টোবর ২০১৯ তারিখে আমারা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করি। তারা আরো উল্লেখ করনে, একটি স্থাণীয় দৈনিক পত্রিকার বরাদ দিয়ে বলেন, ৮ নভেম্বর প্রকাশিত হওয়া সংবাদে বলা হয়, ১৬ জনের মধ্যে ৪জন সদস্য সাক্ষর করেনি এবং আরো ৮ জনের সাক্ষর স্কান করে বসানো হয়েছে বলে তিনি একটি প্রত্যায়ন জমা দিয়েছেন। তবে যাদের কথা চেয়ারম্যান বলেছেন তারা সকলের সামনে অনাস্থা প্রস্তাবে সাক্ষর করেছেন। আমাদের ক্ষতি করার জন্য এটা মাইদুল ইসলামের নতুন একটি চাল। তারা আরো উল্লেখ করেন মাইদুল ইসলাম ভবিৎসতে আরো বড় ধরনের নোংরা ষরযন্ত্র করতে পারে। তাই নিজেদের রক্ষার্থে এবং মাইদুল ইসলামের দূর্নীতি বন্ধের লক্ষে তারা এ সাধারন ডায়রী করেছেন।