প্রতিনিধি ২৮ নভেম্বর ২০১৯ , ৯:৩৮:১৭ প্রিন্ট সংস্করণ
বরিশাল অফিস :-
বরিশালের স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের নির্বাহী সদস্য এইচ এম হেলালের নামে মাদক ব্যবসায়ী কর্তৃক মামলা দায়ের ও বরিশাল আদালত প্রাঙ্গণে তিন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নিউজ এডিটরস কাউন্সিল বরিশাল।
বৃহস্পতিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মেহেদী হাসান। বক্তব্য রাখেন একাত্তর টিভির বরিশাল প্রতিনিধি বিধান সরকার, নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের সহ-সভাপতি এমকে রানা, কোর্ট রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক ফাহিম ফিরোজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে আমাদের সহকর্মী এইচএম হেলালের নামে মামলা দায়ের করেছে মাদক ব্যবসায়ীরা। শুধু মামলা করেই তারা খ্যান্ত হয়নি, আদালত চত্বর একটি নিরাপদ স্থান সেখানে তিনজন সাংবাদিককে বেপরোয়াভাবে মারধর করেছে তারা, এতে নিসন্দেহে প্রমানিত হয় তারা আসলেই মাদক ব্যবসায়ী এবং ক্যাডার বাহিনী।
বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে সাংবাদিক হেলালের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চাই একই সাথে বলতে চাই আদালত চত্বরে তিন সাংবাদিকের উপর নির্মমভাবে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে সাংবাদিকদের স্বার্থে সামনে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই এইধরনের ন্যাক্কারজনক ঘটনার নেপথ্যে কারা রয়েছেন, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
সংগঠনের ক্রীড়া সম্পাদক ও আনন্দ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদের সঞ্চালনায় মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, দৈনিক যুগন্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ, নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের সাধারন সম্পাদক খন্দকার রাকিব, যুগ্ম সাধারন সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার, সদস্য এমআর মন্টু, হেলথ জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বশির আহমেদ, দৈনিক যুগন্তরের তন্ময় তপু, দৈনিক বাংলাদেশের আলোর ব্যূরো প্রধান এইচ আর হীরা সহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম, কোর্ট রিপোর্টাস ইউনিটি, হেলথ জার্নালিষ্ট এসোসিয়েশন, অনলাইন প্রেস ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।