বরিশাল

ভোলা নৌ থানার অভ্যন্তরে পুলিশ কর্মকর্তা গুলি-বিদ্ধ!

  প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ১:৪৯:৪১ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিবেদক ॥ ভোলার ইলিশা নৌ-থানায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৩ জুন) বিকেল ৪টার দিকে নৌ-থানার মধ্যে এ ঘটনা ঘটে।

 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করলেও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ বড়ুয়া এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিচ্ছেন না।

 

গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারের নাম মো. মোক্তার হোসেন, তিনি ইলিশা নৌ-থানায় কর্মরত।

 

সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া তথ্য মতে জানা গেছে, বিকেল ৪টার দিকে ডিউটির উদ্দেশে বের হওয়ার সময় নিজের নামে ইস্যুকৃত অস্ত্র থেকে অসাবধানতাবশত মিস ফায়ারের ঘটনা ঘটে।

 

এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি। তাঁরা ঘটনাস্থলে পরিদর্শন করছেন।’

আরও খবর

Sponsered content