ঢাকা

প্রসূতি মাকে তুলে নিয়ে ধর্ষণ!

  প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ৫:০৭:২৯ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জ প্রতিবেদক॥ কিশোরগঞ্জে নয় মাসের শিশু সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ঘর থেকে তুলে নিয়ে প্রসূতি মাকে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় ওই গৃহবধূ (১৯) মামলা করলে রোববার আনু মিয়া (২৫) নামের ধর্ষক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতার আনু মিয়া একই গ্রামের নুরুল আমিনের ছেলে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর স্বামী ব্যবসায়িক কাজে অধিকাংশ সময় ঢাকায় থাকেন। ঈদুল আজহার পর ভুক্তভোগী নারী তার ৯ মাস বয়সি সন্তানকে নিয়ে তাড়াইলের দশদ্রোণ এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার রাতে তিনি শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত ৩টার দিকে আনু নামের ওই লম্পট ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে তার মাকে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুরের পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

 

তাড়াইল থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক যুবক আনুকে রোববার গ্রেফতার করা হয়েছে।