প্রতিনিধি ১৭ জুলাই ২০২৪ , ১:১১:২৭ প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিবেদক ॥ নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের ৬ নেতা পদত্যাগ করেছেন। বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজ ফেসবুক একাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তারা হলেন- আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান, সুজন আলী, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান ফিরোজ, আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, সহ-সম্পাদক ইমন হোসেন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরাদ হাসান।
মাহামুদুল হাসান ফিরোজ তার ফেসবুকে লেখেন, যে সংগঠনে ন্যায় নীতি নেই সেই সংগঠনে না থাকাই উত্তম। যে সংগঠনের নামের প্রথম অক্ষরই ছাত্র, তারা আবার ছাত্রদের উপর হামলা করে; আবার তারাই কোটা সংস্কার আন্দোলন করা সব ছাত্র-ছাত্রীদের রাজাকার বলে দাবি করে। আজ থেকে বিদায় নিলাম ন্যায় নীতিহীন এই সংগঠন থেকে।
এ বিষয়ে লালপুর উপজেলা শাখার ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক নান্নু বলেন, এ ঘটনায় কোনো মন্তব্য করতে চাই না।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ হোসেন ছয় নেতার পদত্যাগের বিষয়ে বলেন, পদত্যাগ তাদের ব্যক্তিগত বিষয়।