গণমাধ্যম

বরিশালে সাংবাদিকদের উপর পুলিশের হামলায় বিআরইউ’র উদ্বেগ ও নিন্দা

  প্রতিনিধি ৩১ জুলাই ২০২৪ , ১:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলায় আহত হন বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর সদস্য ও দৈনিক যুগান্তরের ফটো সংবাদিক শামীম আহমেদ, যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন হৃদয় চন্দ্র শীল, এনটিভির ক্যামেরাপার্সন গোবিন্দ সাহা ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা টোয়েন্টিফোরের তুহিন খান। সাংবাদিকদের উপর পুলিশের এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

 

আজ বুধবার এক বিবৃতিতে বিআরইউর সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

 

বিবৃতিতে বিআরইউর নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময়ে সাংবাদিকদের উপর পুলিশের এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের শনাক্ত করে বিচারের দাবি জানায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

আরও খবর

Sponsered content