Uncategorized

চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির ঠিকাদার আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০১৯ , ২:০০:১৮ প্রিন্ট সংস্করণ

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1571667740086","total_editor_time":1047,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1571667740062","total_effects_time":0,"brushes_used":0,"height":828,"layers_used":0,"width":1242,"subsource":"done_button"}

বরিশাল অফিস :-
চেক জালিয়াতি ও প্রতারণার মামলায় ঠিকাদার মো. আলম হোসেন হাওলাদার ওরফে মেকার আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আলম হোসেন ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি এলাকার মৃত আবদুর রাজ্জাক হাওলাদার ও মৃত জামিলা খাতুনের পুত্র। সে ঠিকাদারি ব্যবসার সুবাদে ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠির এলাকায় বসবাস করেন। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসার্স আলম এন্টারপ্রাইজ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক মামলার (সি.আর ৫৪৫) শুনানি শেষে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জানা গেছে, গত ১৩ জুন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮/১৪০ ধারায় আলম হোসেন হাওলাদার ওরফে মেকার আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেতা সাংবাদিক মোকলেসুর রাহমান মনি। আদালত মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। গত ২৪ সেপ্টেম্বর ধার্য তারিখে আসামি আদালতের সমন পেয়েও হাজিরা দেয়া থেকে বিরত থাকেন আলম হোসেন। এরপর মঙ্গলবার মামলার ধার্য তারিখে আসামি আলম হোসেন আদালতে অনুপস্থিত থাকলে বিচারক শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতে বাদি পক্ষে মামলার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আর্শিব উদ্দিন শাওন ও এস.এম আতিকুল ইসলাম।

আরও খবর

Sponsered content