বরিশাল

বরিশালে শিক্ষার্থীদের গণমিছিল

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৪ , ১২:২০:২১ প্রিন্ট সংস্করণ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality

তালাশ প্রতিবেদক ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে বরিশালে গণমিছিল করছে শিক্ষার্থীরা। এর আগে জুমার নামাজ শেষে আন্দোলনে নিহতদের স্মরণে নগরীর মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার দুপুর ২টায় ব্রজমোহন (বিএম) কলেজের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলে ছাত্রজনতার পাশাপাশি অবিভাবকরাও যুক্ত হন।

 

মিছিলটি বিএম কলেজ থেকে শুরু হয়ে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিণাল এলাকায় গিয়ে অবস্থান শেষে পুনরায় মিছিল নিয়ে বিএম কলেজ মসজিদ গেটে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সর্বশেষ বিকেল ৪টায় বৃ‌ষ্টি শুরু হলে কর্মসূচি শেষ ক‌রে শিক্ষার্থীরা।

 

এ সময় শিক্ষার্থী ও অভিবাবকরা জানান, শিক্ষার্থীদের মেস থেকে তুলে নিয়ে আটক করে হয়রানি করা হচ্ছে।

আরও খবর

Sponsered content