প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ২:৫৫:০২ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক॥ বরিশালে দেড়শ বছরের পুরোনো এক মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর ইছাকাঠি এলাকার মহামায়া সড়কে শ্রী শ্রী মহামায়া মন্দিরে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও মন্দির কমিটির সভাপতি তপন মুখার্জীর বরাত দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আইসিটি মিডিয়া সেল জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে, মন্দিরের প্রায় ৫৬ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় মন্দির কমিটির কোন অভিযোগ নেই বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘অগ্নিকান্ডের খবর শুনে ভোরে ঘটনাস্থলে ছুটে যাই। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে।