প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৪ , ১:২৫:২৩ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥ বরিশালে চেক ডিজঅনার দুই মামলায় একজনকে এক বছর করে দুই বছরের কারাদণ্ড ও ৫০ লক্ষ্য টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। সোমবার (০৭ অক্টোবর) বরিশালের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক প্রথম আদেশ দেন। ০৯ অক্টোবর ২য় আদেশ দেন যুগ্ম দায়রা জজ ২য় আদালত।
আদেশ ঘোষণার সময় মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর এ বি এম আমিনুল ইসলাম(৫৫) আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি ঢাকা জেলার শহীদ মাইনুল রোড, ক্যান্টনমেন্টের ৪৮/এফ হোল্ডিংএ বসবাস করেন। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, নাসিরা আমিন এন্ড এসোসিয়েটস লিমিটেড।
মামলা সূত্রে জানা জায়, বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ডের মোসার্স হাফেজ আয়রণ ষ্টোর্স এর স¦ত্বাধিকারী মো: আবু তাহেরের কাছ থেকে বাকীতে মালামাল এবং নগদ টাকা ধার নেন ঢাকা জেলার শহীদ মাইনুল রোড, ক্যান্টনমেন্ট এলাকার অবসরপ্রাপ্ত মেজর এ বি এম আমিনুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দেওয়ায় পরিশোধ করতে চাপ সৃষ্টি করে আবু তাহের। এক পর্যায়ে টাকা পরিশোধের জন্য ব্যাংকের চেক দেন আবু তাহের। কিন্তু ওই চেকের অনুকূলে ঋণের সমুদয় টাকা না থাকলে চেক দুটি ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅনার করে।
২০২১ সালে আবু তাহের বাদী হয়ে হস্তান্তরযোগ্য দলিল আইনে (এনআই অ্যাক্টে) আদালতে দুটি মামলা দায়ের করেন। মামলার পর্যালোচনা ও স্বাক্ষীদের সাক্ষ্য নেওয়া শেষে আদালত এ রায় দেন।