প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২০ , ১২:০৩:৪৯ প্রিন্ট সংস্করণ
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জস্থ সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এঘটনা ঘটে। মৃত্যু আরফান ইসলাম নয়ন(৮) বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের এনামুল হক এর পূত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, রহমতপুর ব্রীজের জামিয়া কাসেমিয় ইসলামিয়া মাদ্রাসার ছাত্র নয়ন ক্লাস শেষে করে দেড়টার দিকে বাড়ি ফিরছিলো।
রাস্তা পার হওয়ার সময় উজিরপুর থেকে বরিশালের উদ্দিশ্যে ছেড়ে আসা দ্রুতগামী লোকাল বাস (এস.আর, গাড়ি নং- বরিশাল-জ-১১-০১২৯) এর ধাক্কায় গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা গুরুত্বর আহত নয়নকে উদ্ধার করে শেবাচিমে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষনা করেন। বাসটিকে এয়ারপোর্ট থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।