ইসলামের কথা

চরমোনাই মাহফিলের ইতিহাসে সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২০ , ১০:৪০:২৫ প্রিন্ট সংস্করণ

চরমোনাই মাহফিলের ইতিহাসে সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী গণজমায়েত চরমোনাই মাহফিলের তৃতীয় দিন লক্ষ লক্ষ মুসল্লির সম্মিলনে আজ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

চরমোনাই মাহফিলে এতো বিশাল পরিসরে এটা ই প্রথম জুমার জামাত বলে জানা গেছে। এবারের মাহফিলে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে মুসল্লিদের সমাগম হয়েছে।

 

জানা যায়, প্রতি বছর চারটি মাঠে মুসল্লিদের নিয়ে সমাবেশ হতো। বাড়ানো হয়েছে পাঁচ নাম্বার মাঠ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ফজরের নামাজে একইসাথে পাঁচটি মাঠে জামাতের সংযোগ (ইত্তিসাল) এর মধ্য দিয়ে জুমার নামাজ অনুষ্ঠি হয়। ফলে জুমার জামাতে কীর্তনখোলা নদী তীরবর্তী রাস্তা থেকে একইসাথে পাঁচটি মাঠে জুমার জামাতে শরীক হয়। পাচটি মাঠ পূর্ণ হয়ে পাশ্ববর্তী বাড়িঘর, রাস্তাঘাট লোকে লোকারণ্য হতে দেখা গেছে।

 

বৃহত্তম এ জামাতে শরিক হতে পাশ্ববর্তী এলাকা থেকে মুসল্লিদের ঢল নেমেছিল। ঘাটে লঞ্চ ভেড়ানোর জায়গা না থাকায় ছোট ছোট যন্ত্রচালিত নৌকায় মুসল্লিরা মাঠে এসেছেন।

 

চরমোনাই মাহফিল ময়দানে আজকের জুমার গুরুত্বপূর্ণ বয়ান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মু. ফয়জুল করীম, শায়েখে চরমোনাই এবং ইমামতী করেন চরমোনাই কামিল মাদ্রাসা প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ্ আল মাদানী।

 

নামাজে বরিশালের অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা যায়।