Uncategorized

সত্তর পিস ইয়াবা সহ বেলতলার আল আমিন সিকদার গ্রেফতার

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ৬:২০:১৫ প্রিন্ট সংস্করণ

{"subsource":"done_button","uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1571667740062","source":"other","origin":"gallery","source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1613412803165"}

প্রেস বিঙ্গপ্তি ।। গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই মোঃ সাইদুর রহমান, এসআই মোঃ রায়হানুর রহমান সঙ্গীয় অফিসারবৃন্দ বিএমপি এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা দুর্গা সাগর এর পূর্ব পাশে আব্দুর রব সেরনিয়াবাত গেটের সামনে ১৪ ফেব্রুয়ারী রাতে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় ৭০(সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট সহ কাউনিয়া বিএমপি থানাধীন ইসলামিয়া কলেজ সংলগ্ন বেলতলার বাসিন্দা মোঃ আসলাম সিকদার এর ছেলে মোঃ আল আমিন সিকদার(৩১)কে গ্রেফতার করেন।

এ-সংক্রান্তে আটক কৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content