প্রতিনিধি ১৭ মার্চ ২০২০ , ১:৫৮:৫২ প্রিন্ট সংস্করণ
বরিশালে করোনা সন্দেহে এই প্রথম এক রোগীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ৩টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আসেন তিনি। সেখান থেকে জরুরী বিভাগের চিকিৎসক মেডিসিন ইউনিট-৪ এ পাঠান। সন্ধ্যায় এই রোগীকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
এব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোগীর দেয়া তথ্যানুসারে কর্তব্যরত চিকিৎসক সন্দেহ করে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করেছেন। তবে পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত তার কী সমস্যা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঐ রোগীর স্ত্রী জানান (মুঠোফোনে) রোগীর বাড়ী ভোলা সদর উপজেলায়। তিনি পরিবার সহ চট্টগ্রামের বাসিন্দা। পেশায় কাভার্ট ভ্যানের চালক। ৫দিন যাবত জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় চট্টগ্রাম থেকে আজ সকালে ভোলায় নিজ বাড়িতে যান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বরিশাল শে.বা.চি.ম হাসপাতালে তাকে ভর্তি করা হয়।