বর্তমানে কভিড-১৯ সংক্রমন মোকাবেলায় সরকারি কার্যক্রমের পাশাপাশি নিজ এলাকায় জন সচেতনামূলক কর্মসূচি পালন করছেন। যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান হিমু মুন্সী।
তিনি তার ফেজবুক পোস্টে বলেন
“ সফিপুর ইউনিয়নে যারা একান্ত অসহায় চাল ডাল ক্রয় করার ক্ষমতা নেই তারা আমার সাথে যোগাযোগ করবেন
01711-343 ………
বাড়িতে পৌঁছে দেওয়া হবে। “
এতে সমাজে সর্ব স্তরের মানুষের মুখে মুখে তার সুনাম ।
তিনি এ বিষয়ে আজকের তালাশকে জানান, করোনা ভাইরাস সারাবিশ্ব ব্যাপী এক মহামারী পরিস্থিতিতে পরেছে।
আমাদের দেশেও এ মহামারী করোনা ভাইরাস বিস্তার করার ফলে লক ডাউন হয়ে আছে দেশের সকল প্রায় জেলা ও বিভাগীয় শহরগুলো। রাস্তা ঘাটে জনসমাগম কমে যাওয়ার ফলে দিনমজুরীদের পরিবার পরিজনদের নিয়ে দুমুঠো খাওয়া অনিশ্চয়তায় পড়েছে।
যে কারনে এ মহামারী পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে ঘড়ে থেকে নিরাপদ আশ্রয়ে নিজেদের সংক্রমণের থেকে রক্ষা পেতে ঘর বন্দি জীবন যাপন করছে। তাদের দিক বিবেচনা করে ব্যক্তিগত অর্থায়নে মানবেতর জীবনযাপন করা দিনমজুরীদের চাল,ডাল,আলু,সয়াবিন তৈল সহ মাস্ক ও হ্যান্ড গ্লোপস দেয়ার ইচ্ছা পোসন করেছি।
দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত নিজ এলাকায় নিম্ন আয়ের হত দরিদ্র অসহায় দুঃস্থ পরিবারদের খাদ্য সামগ্রী বিতরন করা অব্যাহৃত থাকবে বলেও তিনি জানান। এ সময় তিনি সকলের উদ্দেশ্য করে, অনুরোধ করে বলেন, যে যার অবস্থান থেকেই সরকারের নির্দেশনা মেনে সতর্কতা অবলম্বন করে নিজে চলুন এবং তাদের পরিবার পরিজন সহ প্রতিবেশীদেরও ঘরে অবস্থান করে ঝুঁকিমুক্ত থাকার কথা বলে নিরাপদ থাকার কথা বলেন।
এছাড়া নিম্ম আয়ের হত দরিদ্র অসহায় দুঃস্থ পরিবারদের ব্যক্তিগত ভাবেই যে যার সামর্থ অনুযায়ী তাদের পাশে দাড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করেন চেয়ারম্যান হিমু মুন্সী।