Uncategorized

গৌরনদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০১৯ , ১:৪৬:২২ প্রিন্ট সংস্করণ

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের সদস্য ও গৌরনদী ছাত্রলীগের নেতা রায়হান হোসেনকে (৩০) গৌরনদী মডেল থানা পুলিশ গত রোববার রাতে উপজেলার মাহিলাড়া-নলচিড়া সড়কের পাকা সেতুর এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। গত জুন রায়হান হোসেন বিপুল পরিমান ইয়াবাসহ রায়হান গ্রেপ্তার হলে জেল হাজত থেকে জামিনে বের হয়ে আসার ৭দিনের মধ্যে পুনরায় গ্রেপ্তার হল। সে গৌরনদী উপজেলার দক্ষিণ নাঠৈ গ্রামের আঃ হক বেপারীর ছেলে।

উপজেলার গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে মাহিলাড়া-নলচিড়া রোড¯’ পাকা সেতু সংলগ্ন নির্মল মন্ডলের চায়ের দোকানের কাছে অভিযান চালায়। এ সময় পুলিশের উপ¯ি’তি টের পেয়ে মাদক বিক্রেতা ইমরান মৃধা (২৯) পালিয়ে গেলেও ৫পিস ইয়াবাসহ পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ইউপি সদস্য রায়হান হোসেনকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। রায়হান মেম্বরের বিরুদ্ধে গৌরনদী থানায় আরো তিনটি মাদক মামলা রয়েছে। গতকাল সোমবার তাকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

আরও খবর

Sponsered content