Uncategorized

কাউন্সিলর পুত্ররা মিথ্যে মামলায় হয়রানির শিকার!

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২০ , ৩:৩৯:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ
স্বামীর অপরাধ ঢাকতে বিসিসি’র সাবেক কাউন্সিলর পুত্র সহ মোট ৫ জনের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল জানুয়ারি নগরীর ৩ নং ওয়ার্ডের কাউনিয়া থানার পুরানপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা মোঃসোলায়মান সামীমের স্ত্রী কহিনুর আক্তার কাজল বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় উল্লেখ্য করে নগরীর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মৃত জাহাঙ্গীর মৃধার ছেলে মোঃসজীব মৃধা(৩৫)মোঃরাজিব মৃধা (২৫) সহ আরো তিন জন মোট ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। এতে অভিযোগ রয়েছে, চাঁদা দাবী করে মারপিট করে প্রাননাশের হুমকি প্রদান করা হয়েছে। তবে প্রতক্ষ সূত্র মতে জানা গেছে, সাবেক কাউন্সিলরের কন্যার নামে বাজে মন্তব্য করে মামলা দায়ের কারী কোহিনুর আক্তার কাজলের স্বামী মোঃসোলায়মান সামীম। এরই জের ধরে সাবেক কাউন্সিলরের ছেলেরা সামীমকে এ ধরনের বাজে মন্তব্য করার কারন জানতে চায় এবং ভবিষ্যতে যাতে করে এমন বাজে মন্তব্য না করে তার হুশিয়ারি দিয়ে পরবর্তীতে আইনের দারস্থ হবার কথা বলে। সাবেক কাউন্সিল মৃত জাহাঙ্গীর মৃধার কন্যার নামে বাজে মন্তব্য করার কথা এলাকায় রটে যাওয়াতে সামীম নিজে মামলার হাত থেকে রক্ষা পেতে তার স্ত্রী কহিনুর আক্তার কাজল কে বাদী করে রাত পোহানোর পূর্বেই হয়রানি মূলক মিথ্যে মামলা দায়ের করে। বোনের সম্মানের কারনে প্রাথমিক ভাবে বাজে মন্তব্য এবং কটুক্তি করার বিষয়ে কথা না বাড়িয়ে প্রাথমিক ভাবে হুশিয়ারি করলেও তারা মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার বিষয়টি বোধগম্য হচ্ছেনা। সাবেক কাউন্সিলরের কন্যার নামে মিথ্যে চরিত্র নিয়ে কথা রটায় সোলায়মান সামীম আর এ কারনে স্থানীয় ভাবে লোকজন শাসায় সামীম কে। স্থানীয় ভাবে হয়রানির ঘটনায় তাকে হেয় করার ক্ষোভে সাবেক কাউন্সিল পুত্র সহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যে বানোয়াট ঘটনা গড়ে মামলা দায়ের করে তার স্ত্রী কহিনুর আক্তার কাজল। এ বিষয়ে কাউনিয়া থানার একাধিক কর্তব্যরতরা নাম না প্রকাশের শর্তে জানায়, তারাও প্রকৃত ঘটনাটি শুনেছে, যেহুতু মামলা দায়ের করা হয়েছে তারা সুষ্ঠু ভাবে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে বলেও জানায়। অপরদিকে সাবেক কাউন্সিলর মৃত জাহাঙ্গীর মৃধার ছেলে সজীব তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে হয়রানি করায় তারা মানহানি মামলা দায়ের করবে বলেও জানা গেছে৷ তারা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করে সুষ্ঠু ভাবে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানায়।

আরও খবর

Sponsered content