Uncategorized

করোনার মৃত্যুর মিছিলে ১৬ হাজার, ইতালিতেই ৬০৭৭

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২০ , ৬:০১:৪৬ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক ॥

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৫৫৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু ইতালিতেই মারা গেছেন ছয় হাজার ৭৭ জন। আর মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বের ১৯৫টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৫২৯ জন। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, করোনায় আক্রান্ত ৩ লাখ ৮১ হাজার ৫২৯ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ২ লাখ ৬২ হাজার ৫৪৬ জন। এরমধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪৮৪ জন ও ১২ হাজার ০৬২ জনের অবস্থা গুরুত্বর। আক্রান্তদের মধ্যে বাকি ১ লাখ ১৮ হাজার ৯৮৩ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৪২৯ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫৫৪ জন। করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৯২৭ জন, আর ছয় হাজার ৭৭ জন। ইতালির পরেই রয়েছে স্পেন। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৩৬ জন, মারা গেছেন ২ হাজার ৩১১ জন। অন্যদিকে, ইরানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৯ জন, মারা গেছেন ১ হাজার ৮১২ জন। এছাড়া আস্তে আস্তে মৃত্যু মিছিল ভাড়ী হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে। গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৫টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম। ইতালিতে ২৪ ঘণ্টায় আরো ৬০২ জনের মৃত্যু

আরও খবর

Sponsered content