প্রতিনিধি ৪ এপ্রিল ২০২০ , ৬:২৮:৩৬ প্রিন্ট সংস্করণ
তালাশ ডেস্ক ॥
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। এছাড়াও করোনায় মৃত্যু হয়েছে আট জনের।
করোনা মোকাবেলায় দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। এ অবস্থায় করোনা মোকাবেলায় বাংলাদেশকে জরুরি ভিত্তিতে ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক ইতোমধ্যে ডলার প্রতি ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬০ কোটি টাকার এই অর্থায়ন অনুমোদনও দিয়ে দিয়েছে।
শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) সারাবিশ্বে মহামারী রূপ নিয়েছে। উন্নত দেশগুলোও এই মহামারী মোকাবেলায় হিমশিম খাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে মহামারী প্রতিরোধ, শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া জানাতে এবং জনস্বাস্থ্যের জরুরি অবস্থার মোকাবেলায় এই অর্থায়নের অনুমোদন দিয়েছে সংস্থাটি।