Uncategorized

তালতলীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার বরিশালের সন্তান আসাদুজ্জামান

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ১০:৫২:৫৫ প্রিন্ট সংস্করণ

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":2,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1587811658262","total_editor_time":149,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1587811658241","total_effects_time":0,"brushes_used":0,"height":979,"layers_used":0,"width":1242,"subsource":"done_button"}

তালাশ প্রতিবেদক :-



বরগুনার তালতলী উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়েছে মোঃ আসাদুজ্জামানকে। মোঃ আসাদুজ্জামান বরিশাল জেলার সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সন্তান।

চাকুরী জীবন বিসিএস শিক্ষা ক্যাডারে সরকারি বাকেরগঞ্জ কলেজ ও সরকারি বরিশাল কলেজে শুরু করলেও মোঃ আসাদুজ্জামান ২০১৪ সালে ৩৩ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে মনোনীত হয়ে টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন, পরে টাঙ্গাইলের এনডিসি হিসেবে দেড় বছর সুনামের সাথে কর্ম,বিভিন্ন স্থানীয় ও সংসদ নির্বাচনে সাহসিকতার সাথে দায়িত্ব পালন, বালুমহল, ড্রেজার,মাদক,সন্ত্রাস, ইভটিজিং, খাদ্যে ভেজাল এবং মোটরযান এর উপর প্রচুর মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এরপর ২০১৮ সালে সহকারী কমিশনার ভূমি হিসেবে পদায়ন পান শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। সেখানে ভূমি ব্যবস্থাপনায় সহজীকরণ করেন।

এরপর তিনি বদলী হন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে,সেখানে নিয়মিত উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বশীলতার সাথে প্রায় ১০ মাস কর্ম পরিচালনা করেন। পরে তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করায় রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে পদায়ন করা হয় বরগুনা জেলায়।

এই কর্মকর্তা ২১ এপ্রিল তালতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন পান।

আরও খবর

Sponsered content