প্রতিনিধি ২১ জুন ২০২০ , ১২:০৩:১৭ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥ এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লিপ্ত হয়েছি মোরা যুদ্ধে, যোদ্ধা ডাক্তার,যোদ্ধা পুলিশ, প্রশাসন, যোদ্ধা সেনাবাহিনী,স্বর্নাক্ষরে থাকবে লেখা এই যুদ্ধের কাহিনী,এই দুর্যোগে এইদুর ভোগে যুদ্ধরত যত যোদ্ধা ১৬কোটি মানুষের লও লও শ্রদ্ধা। করোনা আক্রান্ত হলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী র্কমর্কতা পিযুস চন্দ্র দে। দেশব্যাপী করোনা সংক্রমণ বিস্তার রোধ ও মহামারী এই দুর্যোগ সংকট মোকাবেলায় নিরলস পরিশ্রমী এ যোদ্ধা শুরু থেকেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছেন। করোনাকালীন এই সময়ে তিনি মানুষের পাশে থেকে দিন-রাত কাজ করে গেছেন। মেহেন্দিগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে সরকারি বিভিন্ন নির্দেশনা প্রতিপালনে সুনামের সহিত কাজ করে আসছেন প্রশাসনিক এই কর্মকর্তা। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রসাশনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির করার করার পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে লকডাউন নিশ্চিতে জোড়ালো ভূমিকা নিয়েছেন এই কর্মকর্তা। অসহায় দুস্থ মানুষের মাঝে সরকার কর্তৃক ত্রাণ সহায়তা সামগ্রী সঠিকভাবে পৌঁছনোর ব্যবস্থা করেছেন। করোনায় আক্রান্ত রোগীদেও বাড়িতে ত্রাণ সামগ্রী ও শুভেচ্ছা পাঠিয়ে তিনি তাদের মানসিক শক্তি দিয়েছেন সেই ফ্রন্ট লাইনের করোনা যোদ্ধা উপজেলা নির্বাহী অফিসার পিযুস চন্দ্র দে। তার কভিড ১৯ পজিটিভ রিপোর্ট উপজেলা প্রশাসনের মিডিয়াসেল বিষটি নিশ্চিত করেছে। মেহেন্দিগঞ্জ উপজেলাবাসি এই সুযোগ্য উপজেলা নির্বাহী র্কমর্কতার দ্রুত রোগমুক্তি কামনা করছে।