প্রতিনিধি ১৯ জুলাই ২০২০ , ৯:১০:২৫ প্রিন্ট সংস্করণ
তালাশ ডেস্ক ॥ বিএমপি’র কর্মদক্ষতা বৃদ্ধি , স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, সু-শাসন সংহতকরণের দ্বারা জনগণের দোরগোড়ায় আস্থা ও সেবার মান আরও বৃদ্ধি কল্পে উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা’র সাথে,
বিএমপি উপ-পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয় বরিশালে ০৭ জুলাই ২০২০ খ্রিঃ মঙ্গলবার, কোতয়ালী মডেল থানা ও বন্দর থানা’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ বলেন,করোনা কালে সেবাদানে আমাদের প্রতি জনগণের যে আস্থা তৈরি হয়েছে, তা আরও বাড়িয়ে দিতে মাননীয়
আইজিপি মহোদয় ও বিএমপি কমিশনার’র নির্দেশনা নিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবার লক্ষ্য নিয়ে এই কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন করতে হবে।