প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ৬:১৮:১৫ প্রিন্ট সংস্করণ
বাকেরগঞ্জ প্রতিনিধি:-
বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের হানুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও মেয়েসহ ৫জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহতরা হলেন সানজিদা আক্তার লিজা (৩৫), তারেক খান (২৮), আরিফ খান (৩২), তাসনিম খান মান্না (১৮) ও আসমাউল হুসনা (১৬)। আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকারীরা ১লক্ষ ৫ টাকার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং উত্তোলিত ঘর ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় আহত সানজিদা আক্তার লিজা ১০-১১জনকে বিবাদী করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কবাই ইউনিয়নের হালুয়া সাকিনের ১৪৫ নং হানুয়া মৌজায় এসএ খতিয়ান ৪৯০, হাল
৭১ নং দাগের জমি হইতে ৩২ শতক জমি সানজিদা আক্তার লিজার স্বামী আলাউদ্দিন খান পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া ভোগদখলে রয়েছেন। পেশাগত কাজের সুবাদে তাহার স্বামী ঢাকায় থাকায় বিবাদীরা গায়ের জোরে উক্ত তফশিল বর্ণিত জমি জবর দখলের পাঁয়তারা করিয়া ইতিমধ্যে তাকেসহ তাহার পরিবারের লোকদের বেশ কয়েকবার মারধর করে আহত করে। সানজিদা আক্তার লিজা ১৫আগস্ট সকাল ৯টার সময় তাহার ভাসুর পুত্র তারেক খান, আরিফ খান, তাসনিম খান মান্না ও মেয়ে আসমাউল হুসনাগন তফসিল বর্ণিত জমিতে ঘর উত্তোলন করার সময় বিবাদী জাকির খান, সোহেল খান, নিরব খান, ফিরোজ খান, পলাশ খানসহ ১০-১১জন পরিকল্পিতভাবে একদলবদ্ধ হয়ে হাতে ধারালো দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে অনধিকার তাদের জমিতে প্রবেশ করে ঘর উত্তোলনে বাধা দেয়। এ সময় তারা প্রতিবাদ করিলে বিবাদীরা তারেক খান, আরিফ খান, তাসনিম খান মান্না, আসমাউল হুসনা ও সানজিদা আক্তার লিজাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাথারি কিল-ঘুষি মেরে ও লাঠি দিয়ে পিটাইয়া রক্তাক্ত জখম করে। ওই সময় বিবাদী সোহেল খানের হুকুমে জাকির খান তার হাতে থাকা দাঁড়ালো বগি দা দিয়া তারেক খানকে খুন করার উদ্দেশ্যে তার মাথায় কোপ দিয়া হাড়মাংস কাটা রক্তাক্ত জখম করে। বিবাদী সোহেল খান ও নিরব খান তাদের হাতে থাকা লোহার রড দিয়ে তারেক খানকে খুন করার উদ্দেশ্যে লক্ষ্য করিয়া সজোরে বাড়ি দিলে তিনি ডান হাত দিয়ে প্রতিহত করলে ডান হাতের কনুইর নিম্নাংশে পরিয়া হাড়ভাঙ্গা গুরুতর জখম হয়। হামলার সময় বিবাদীরা সানজিদা আক্তার লিজা ও তাহার কণ্যা আসমাউল হুসনার গলায় থাকা দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। জাকির খান, সোহেল খান, নিরব খান, ফিরোজ খান ও পলাশ খানসহ বিবাদীরা সানজিদা আক্তা লিজার পরিধেয় কাপড় খুলিয়া তাহার শ্লীলতাহানি করে। হামলাকারী ভূমিদস্যুরা তাহার উত্তোলিত ঘরখানা কোপাইয়া ভাঙচুর করিয়া অনুমান ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। অসহায় গৃহিণী সানজিদা আক্তার লিজা এ ঘটনায় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।