প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০১৯ , ৩:২২:২১ প্রিন্ট সংস্করণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
বীর মুক্তিযোদ্ধা অহিদুল আলমের সরকারী বন্দোবস্ত পাওয়া দেড় একর ভু-সম্পত্তির দিকে শকুন দৃষ্টি পড়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া মুক্তিযোদ্ধা বাজার কমিটির অঘোষিত সভাপতি ইউপি সদস্য মাসুদ হাওলাদার মুত্তিযোদ্ধা অহিদুল আলম ও তার ছোটভাই সাবেক ইউপি সদস্য জহিরুল আলম শিমুল তালুকদারের মৎস্য ঘের লুট, দোকান ঘর জ্বালিয়ে হত্যার হুমকী দিয়ে ২৩ আগষ্ট শুক্রবার ৩ লাখ টাকা চাঁদা দাবী করে নির্যাতনের নির্মম রোলার চালায়। মদ্যপ মাতাল অবস্থায় হামলাকারীরা বেপরোয়া তান্ডব করে। ভুক্তভোগী চরম নিরাপত্তাহীন মুক্তিযোদ্ধা পরিবার এ বিষয় নিয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জরিরুল আলম শিমুল তালুকদারের কলাপাড়া থানায় দায়েকৃত লিখিত অভিযোগে জানা যায়, জে,এল -১৭, চান্দুপাড়া মৌজায় বীর মুক্তিযোদ্ধা অহিদুল আলম তালুকদার সেটেলমেন্ট কেস নং ১৩৯ কে ৭৯/৮০ কবুলিয়ত নং ৩৮৮৩ তাং ২২/৫/১৯৮৬ তারিখ রেজিস্টিকৃত বন্দোবস্ত মূলে ১.৫০ একর ভূমি প্রাপ্ত হয়ে দীর্ঘ ৩৩ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন ওই জমির দিকে শকুন দৃষ্টি ফেলেছে অঘোষিত বাজার কমিটি। বাজার সম্প্রসারণের অজুহাতে গত ২৩ আগষ্ট শুক্রবার সকালে চান্দুপাড়া মৌজার ৩৬৬ নং খতিয়ানের ১৪৮৬ নং দাগের সরকারী বন্দোবস্ত পাওয়া জমিতে ইউপি সদস্য মুক্তিযোদ্ধা বাজার কমিটির অঘোষিত সভাপতি দাবীদার মাসুদ হাওলাদার, আ: জলিল গাজী, নিজাম মৃধা, সুজন খানসহ আরো ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসীরা দেশী অস্ত্রে সজ্জিত হয়ে ৩ টি ভিটির পজিশন ও ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় মুক্তিযোদ্ধা পরিবারের নির্মানাধীন দোকান ঘর ভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেবার হুমকী প্রদানসহ শিমুল তালুকদারকে শারিরীকভাবে লাঞ্চিত করে। একাধিক গরু চুরির মামলায় অভিযুক্ত মাসুদ হাওলাদার ও উল্লেখিত সমাজ বিরোধীদের বিরুদ্ধে প্রচলিত আইনের শাসন প্রতিষ্ঠার দাবী জানান মুক্তিযোদ্ধা পরিবারটি। গরু চোরের গড ফাদার খ্যাত ইউপি সদস্য মাসুদ হাওলাদার চক্রের বিচার দাবী করে ইতিপূর্বে মুত্তিযোদ্ধা বাজারের সর্ব¯’রের জনগণ বিশাল এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছিলেন। যা ফলাও করে জাতীয় ও আঞ্চলিক পত্রিকাসহ ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রদর্শণসহ অনলাইন পোর্টালগুলোতে ভাইরাল হয়ে ছিল।