প্রতিনিধি ১২ মে ২০২১ , ৬:৪০:১৪ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের ৪৩০০ টি দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে ১২ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে সুবিধাভোগীদের নিয়ে মানবিক সহায়তা উৎসব অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং চরবাড়ীয়া ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুদীপ্তা বড়াল, চরবাড়িয়া ইউনিয়ন সচিব সুলতানা বেগম সাথী, বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় মেম্বাররা উপস্থিত ছিলেন।