প্রতিনিধি ২৭ জুন ২০২১ , ৩:৩৭:০১ প্রিন্ট সংস্করণ
গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৮ জন।
রোববার (২৭ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮২৬ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৫৪ জন নিয়ে ৭ হাজার ৫৬৯ জন, পটুয়াখালী জেলায় নতুন ৭ জন নিয়ে ২ হাজার ৪২৬ জন, ভোলা জেলায় নতুন ৭ জনসহ ২ হাজার ২৫ জন, পিরোজপুর জেলায় নতুন ৩১ জন নিয়ে ২ হাজার ৩৩ জন, বরগুনা জেলায় নতুন ১৭ জন নিয়ে আক্রান্ত ১ হাজার ৩৭৭ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৩৪ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮৮ জনে।
শেবাচিম’র পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় রোববার সকাল পর্যন্ত শেবাচিম’র করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১০৬ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ২২ জনের করোনা পজিটিভ ও ৮৪ জন আইসোলেশনে রয়েছে।