প্রতিনিধি ১০ জুলাই ২০২১ , ৩:২৩:২১ প্রিন্ট সংস্করণ
বরিশালে করোনা মোকাবিলায় ইডিএসের নানা কার্যক্রমবরিশালে করোনা পরিস্থিতি মোকাবিলায় এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (ইডিএস) নানামুখী কার্যক্রম শুরু করেছে। আজ শনিবার সকাল ১০টায় বরিশাল নগরের বাংলা বাজার এলাকায় কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইনজামুল সাফিন, ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর তৌফিক বিন ইসলাম, এ্যাম্বাসেডর ফরিদুল ইসলাম তানজিল প্রমুখ।কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ, বিভিন্ন কাঁচাবাজারে স্যানিটাইজারের মাধ্যমে হাত জীবাণুমুক্তকরণ, মসজিদে মজজিদে সবান বিতরণ করা হয়।করোনা সংক্রমণ ভয়াবহতায় সারাদেশে লকডাউন চলাকালীন সময়ে বরিশাল নগরের বাংলাবাজার, বহুমূখী সিচি মার্কেট, পোর্টরোডবাজার, ফরিয়াপট্টি, সদরোড, চরকাইয়া খেয়া ঘাট, ডিসিঘাটসহ বিভিন্ন এলাকায় অসচেতন পথচারী ও কর্মজীবী মানুষের মাঝে মাস্ক বিতরণ, স্যানিটাইজারের মাধ্যমে হাত জীবাণুমুক্তকরণ করা হয়। এছাড়া নহরের পুলিশ লাইন জামে মসজিদ, স্টিমারঘাট জামে মসজিদ, বরিশাল জিলা স্কুল জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদের ওযুখানায় মুসল্লীদের ব্যবহারের জন্য সাবান বিতরণ করা হয়। এ বিষয়ে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর তৌফিক বিন ইসলাম বলেন, করোনায় ভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে চলমান ভয়াবহ পরিস্থিতিতে চলমান লকডাইনে আমাদের অপ্রয়োজনে বাহিরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে, আর সরকারের নির্দেশনা মোতাবেক জরুরী প্রয়োজনে বের হলেও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, সংকারমণ রোধে কিছুক্ষণ পরপর সাবান, হ্যান্ডওয়াস বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুতে অথবা স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিতে হবে। কর্মসূচির আহ্বায়ক ও এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ইনজামুল সাফিন বলেন, জনস্বার্থ সুরক্ষার জন্য মসজিদে সাবান বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখব।