দেশজুড়ে

বিএমপির সেরা অফিসার হিসেবে পুরষ্কার পেলেন এসআই মেহেদী হাসান

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২১ , ১০:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

{"subsource":"done_button","uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1632582828509","source":"other","origin":"gallery","is_remix":false,"used_premium_tools":false,"used_sources":"{"version":1,"sources":[]}","source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1635709761892","premium_sources":[],"fte_sources":[]}

তালাশ প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের সেরা অফিসার হিসেবে পুরষ্কৃত হয়েছেন উপ-পরিদর্শক মোঃ মেহেদী হাসান।

গত ২৭ অক্টোবর পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপির মাসিক কল্যাণ সভায় তার হাতে এ পুরষ্কার তুলে দেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এসময় বিএমপি কমিশনার বলেন, ছুটির দিন বা ছুটি যে কাউকে নতুন উদ্যোগে কাজ করতে অনুপ্রাণিত ও অনুপ্রাণিত করে।
তাই শৃঙ্খলা বজায় রাখার জন্য যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স, ঠিক একইভাবে বিধি মোতাবেক চাহিদার গুরুত্ব অনুযায়ী সকল সদস্যদের ছুটি পাওয়ার জন্য আমরা যথেষ্ট আন্তরিক।

এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং আইনের কঠোর প্রয়োগের জন্য সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

উল্লেখ্য, বিএমপি কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মেহেদী হাসান অবৈধ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট বাস্তবায়নের জন্য সেপ্টেম্বর মাসে সেরা অফিসার হিসেবে ক্রেস্ট ও নগদ পুরস্কারে ভূষিত হন। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তাদেরও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও নগদ পুরস্কারে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content