প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২২ , ১০:২৫:০৭ প্রিন্ট সংস্করণ
রাঙ্গাবালী প্রতিবেক ॥পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সিকদার জোবায়ের হোসেন সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের কামরুল হাসান রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে রাঙ্গাবালী প্রেসক্লাব কার্যলায়ে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার হাফিজুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সিকদার জাবির হোসেন (দ্যা এশিয়ান এইজ), জাহাঙ্গীর আলম (আমাদের অর্থনীতি), সহ সাধারণ সম্পাদক এনামুল ইসলাম (মাই টিভি), যুগ্ম সম্পাদক দিলীপ কুমার দাস (আজকের তালাশ), মো.নুরুজ্জামান (সরেজমিন বার্তা), কোষাদক্ষ রফিকুল ইসলাম (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক জাওয়াদুল কবির প্রিতম (ঢাকা প্রতিদিন), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রহিম গাজী (গণকন্ঠ), প্রচার সম্পাদক শাহ নেওয়াজ (ইনকিলাব), কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম সায়েম (নয়া শতাব্দী), নাজমুল কবির সুমন (পুনরুত্থান), ইয়াসিন মাহমুদ (আমাদের নতুন সময়), সাগর মাহমুদ (গ্রামের কাগজ)।
সদস্য সোহাগ রহমান(মোহনা টিভি), রাহাত সাইফুল(রাইজিং বিডি), এরশাদ হোসেন(বাংলাদেশের খবর), মাহথির মোহাম্মাদ রেশাদ(ক্রাইম প্রেট্রোল নিউজ), রজিব রহমান(জনতার নিউজ), জিসান উদ্দিন রাব্বি(মুক্ত খবর), রোমান মুন্সী(দিন পরিবর্তন), ওমর সানী(বাংলার অধিকার), কে.এম রুবেল(সরেজমিন বার্তা), টিপু তালুকদার (বাংলাদেশ বার্তা), ইমরান মিয়া(আলোর জগত), কবির হাওলাদার(সন্ধ্যা বানী), ইনসান মাহমুদ(রাঙ্গাবালী বার্তা), আব্দুল্লাহ আল ইমরান(মুক্ত খবর), ইমাম হোসেন তোহা(আলোকিত ৭১), আসাদুল হক(সামাচার পত্রিকা), আশ্রাফুল আলম(সরল জমিন), আমিন হোসেন(আজকের বাংলা), ফেরদৌস হোসেন(এনপিএস)।