প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২২ , ৩:৫৭:০০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।। বরিশালে বন্ধুদের সঙ্গে ইফতার পার্টিতে অংশ নেওয়ার কথা বলে ঘর থেকে বেড়িয়ে দশম শ্রেডুর স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কাজীপাড়ার নিজ বাসা থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেনি। এঘটনায় ওই দিন রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন স্কুলছাত্রের বাবা অমল হালদার।
নিখোঁজ অপূর্ব হালদার (১৫) বরিশাল জিলা স্কুলের ১০ম শ্রেডুর ‘ক’ শাখার ছাত্র। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, তাকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।
স্কুলছাত্রের বাবা অমল হালদার জানান, অপূর্ব তার বন্ধুদের সঙ্গে নগরীর একটি রেস্তোরায় ইফতার পার্টিতে অংশ নেওয়ার কথা বলে বেরিয়ে যায়। এরপর অপূর্ব বাড়িতে না ফিরলে রাতে তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাই।
পরে রাত সাড়ে ৮টার পরের কোন এক সময়ে ফেসবুক আইডিও ডিঅ্যাকটিভ হয়ে যায়। এঘটনায় মঙ্গলবার রাতেই কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছি।