Uncategorized

বরিশালে আজ সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০১৯ , ১২:৪৩:০২ প্রিন্ট সংস্করণ

বরিশাল অফিস :-
“উৎসব মানেই সম্প্রীতি” এমন প্রতিপাদ্যে শারদীয় দূর্গা উৎসবের প্রথম দিনে আজ অনুষ্ঠিত হবে সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিকেল সাড়ে ৪টায় এই সমাবেশ হবে। পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের উদ্যোগে এবছর ৮ম শারদ সম্মাননা ছাড়াও আজ বিকেলে বর্ণাঢ্য আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিলের উক্ত আয়োজন করেছে। সম্প্রীতি সমাবেশের উদ্বোধন করবেন সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ। সংগঠনের সভাপতি ভানু লাল দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ কমিশনার মো শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এবং বিশেষ আলোচক হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম চৈতন্য স্কুলের শিক্ষক মুফতি মাওলানা ডা: এম এ ছালাম, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিজিতান্মনন্দ মহারাজ, সেন্ট পিটার্স চার্চের পুরোহিত ফাদার রেভারেন্ট আলবার্ট হালদার অংশ নিবেন। এছাড়াও মুক্তমনা লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যতিত্ব সুধীজনরা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। পূজোর ভ্যানের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক সংগঠক বাসুদেব ঘোষ ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক অপূর্ব অপু সকলের কাছে আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে সবার অংশ গ্রহনের জন্য।