প্রতিনিধি ৬ জুন ২০২২ , ১২:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ
বরিশালে লাইসেন্স না করে চাল মজুদের দায়ে ৬টি আড়তসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে উপজেলার সহকারী ভূমি কমিশনার আবুজের মো. ইজাজুল হক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজের মো. ইজাজুল হক জানান, দোকানের আড়ালে গুদামে চাল মজুদের অভিযোগে ৬টি আড়ত ও মেয়াদাত্তীর্ন পণ্য মজুদ রাখায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর মধ্য উপজেলার বোয়ালিয়া বাজারের প্যাদা স্টোর, ফকির স্টোর, নির্মল স্টোর ও বশির স্টোর থেকে ২০ হাজার টাকা করে, আফজাল স্টোর, খোকন স্টোর, ভাই ভাই স্টোর, বিসমিল্লাহ্ স্টোর থেকে ৫ হাজার টাকা করে ও জয় মিষ্টান্ন ভান্ডার থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনুপমা দেবনাথ ও উপজেলা খাদ্য পরিদর্শক ইমদাদুল হকসহ পুলিশের একটি দল সহায়তা করে।