প্রতিনিধি ১৯ জুন ২০২২ , ৩:৪৪:৩৩ প্রিন্ট সংস্করণ
কলাপাড়া প্রতিবেদক।। পটুয়াখালী কলাপাড়ায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান বিষয়ে অংশিজনেরস সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ৩টায় উপজেলা মিলনায়তনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, প্রধান কার্যলয়-ঢাকা’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের
ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন আকন্দ (সাবেক সচিব), বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি ভূমি মো: আবু বক্কর সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক মো: আবুল কালাম আজাদ, সহকারি ব্যবস্থাপক সালমা বেগম, কলাপাড়া উপজেলা ব্যবস্থাপক মো: খায়রুল ইসলাম।
এসময় ফাউন্ডেশনের সেবা প্রদান বিষয়ে অংশীজনের অংশগ্রহনে কলাপাড়া উপজেলার ফাউন্ডেশনের আওতাভূক্ত সুফল ভূগী, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি সহকারি প্রতিষ্ঠান। ১৯৭২ সালে বঙ্গবন্ধু প্রথম
জামানত বিহীন ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান হিসাবে ক্ষুদ্র কৃষক উন্নয়নে এ ফাউন্ডেশনের সূচনা হয়। তারই পরিক্রমায় দেশের দারিদ্র পীরিত ১৭৩টি উপজেলায় ১লক্ষ ৩৬হাজার ৮’শত ১১জনকে কৃষক পরিবার অন্তর্ভূক্ত করে দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে।