Uncategorized

সুনামগঞ্জে ৫বছরের শিশুকে কান ও লিঙ্গ কেটে খুন

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০১৯ , ৩:৩৮:৩০ প্রিন্ট সংস্করণ

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":1,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1571067179793","total_editor_time":46,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1571067179768","total_effects_time":0,"brushes_used":0,"height":1656,"layers_used":0,"width":1242,"subsource":"done_button"}

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৫বছরের শিশু তুহিনকে নৃশংস ভাবে খুন করেছে অজ্ঞাত ব্যাক্তিরা। তুহিন দিরাই উপজেলার রাজানগর ইউপির কেজাউরা গ্রামের আব্দুল বাছিরের ছেলে। সকালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে উৎসুক জনতার ঢল নামে। এই ঘটনার পর থেকে এলাকার শোকের ছায়া নেমে এসছে।
সাংবাদিক ইমরান হোসেন জানান,রাতে আমার খালাতো ভাইয়ের শিশু ছেলে তুহিনকে(৫)হত্যা করেছে পাষন্ড হত্যাকারীরা। তার কান ও লিঙ্গ কেটে নিয়েছে। লাশটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখেছে। তাকে হত্যায় ব্যবহৃত দুটি ছুরি তার পেটের আটকে দিয়েছে।
পুলিশ জানায়,পরিবারে অগছোড়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনা¯’লে গিয়ে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করছে। কে বা কারা এই হত্যা কান্ড ঘটিয়েছে তা এখনো জানাযায় নি। পরিবার থেকে কোন অভিযোগ এখনো আসে নি।
এই হত্যা কান্ডের বিষয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে আজকের তালাশকে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম নজরুল ইসলাম।

আরও খবর

Sponsered content