প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ৮:১৪:৩৩ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদকঃ ০৯ এপ্রিল বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় বিসিক শিল্প এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান এবং জাবেদ হোসেন চৌধুরী।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ লেভেল এর ব্যবহার, লেভেল ব্যতিত প্রক্রিয়াজাতকরণ, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের অপরাধে ০১ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি বিক্রির অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তখন প্রসিকিউশন প্রদান করেন বরিশাল সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জাকির হোসেন এবং আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি টিম। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।