বরিশাল

মনপুরা-তজুমদ্দিন রুটে ছোট ট্রলারে যাত্রি পারাপার, বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ

  প্রতিনিধি ৭ মে ২০২৪ , ১১:১৭:৫৬ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক : ভোলার মনপুরা-তজুমদ্দিন রুটে অবৈধভাবে বিআইডব্লিউটিএ’র সী ট্রাক চলাচল বন্ধ রেখে ট্রলার দিয়ে মানুষ পারাপার বন্ধ করায় বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ করেছেন ভোলা জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য কামরুন নাহার।

অভিযোগ সূত্রে জানাজায়, ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। এ অঞ্চলের মানুষের ভোলা জেলাতে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌ-পথ। মনপুরা উপজেলার নিরীহ, গরীব, অসহায় মানুষগুলো এই নৌ-পথে বিআইডব্লিউটিএ’র সী ট্রাক দিয়ে যাতায়াত করে থাকে।

 

কিন্তু  মনপুরার নিরীহ, গরীব, অসহায় মানুষগুলোকে জিম্মি করে মাসের পর মাস মেরামতের নামে বিআইডব্লিউটিএ’র সী ট্রাক তুলে রেখে ছোট ট্রলার দিয়ে উত্তাল মেঘনা পারাপার করছে। এ এলাকার জনগন জরুরী প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে ছোট ট্রলার দ্বারা নদী পারাপার হয়। যেকোনো সময় উত্তাল মেঘনা নদীতে ছোট ট্রলার ডুবে গিয়ে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে।

আরও খবর

Sponsered content