বরিশাল

ছাত্রদল নেতা রাফির উদ্যোগে ববি ক্যাম্পাসে সৌন্দর্য বর্ধন

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৪ , ১১:২১:৩৯ প্রিন্ট সংস্করণ

রাহাত রাব্বি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনে এক পরিচ্ছন্নতা প্রকল্প হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রাফি শিকদার। ক্যাম্পাসে সুস্থ ও সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম চালানো এবং নবাগত ১৩তম ব্যাচকে পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহার দেয়ার লক্ষ্যে এ পরিছন্নতা অভিযান চালানো হয়।

 

এদিকে চত্বর, মসজিদ, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, গ্রাউন্ডফ্লোর, ক্যাম্পাসের সামনের স্থানসহ বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য ১৪টি ডাস্টবিন বসানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজ আগ্রহে ছাত্রদল নেতাকর্মীদের কার্যক্রমে সাহায্য করে। ছাত্রদল নেতা রাফি শিকদারের এ উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন সাধারন শিক্ষার্থীরা।

সাধারন শিক্ষার্থীররা বলেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে আমরা নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলতে পারতাম না। এখন ডাস্টবিনগুলো স্থাপন করায় আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারবো।’

 

তারা আরও বলেন- ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বর্জ্য যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলা উচিত। কিন্তু সেই ডাস্টবিন আমরা পর্যাপ্ত পরিমাণ তেমন একটা দেখতে পাই না। এটা ভালো উদ্যোগ, তবে এর পাশাপাশি সবাই যাতে এখানে বর্জ্য ফেলে সেই সচেতনতাও সৃষ্টি করতে হবে।’

 

এ বিষয়ে রাফি শিকদার বলেন- আমরা ছাত্র-ছাত্রীদের পাশে আছি। সর্বদা তাদের সহযোগিতা এবং বিপদে সুখে তাদের পাশে থাকবো। বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ১৪ টি ডাস্টবিন বিভিন্ন পয়েন্টে বসিয়ে দিয়েছি। আগামীতে আরও ডাস্টবিন বসানো হবে।