দেশজুড়ে

যশোরে করোনা আক্রান্তে ২১ হাজার ছাড়ালো

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ১০:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। আর ৩৫৮ টি নমুনা পরীক্ষায় ৩৮ জন শনাক্তের মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, রেডজোনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ১ জন মারা গেছেন। ইয়োলোজোনে চিকিৎসাধীন উপসর্গে কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ২২৯ টি নমুনায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৯ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। মোট শনাক্ত ৩৮ জনের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, অভয়নগর উপজেলায় ৯ জন, চৌগাছা উপজেলায় ৩ জন, ঝিকরগাছা উপজেলায় ১ জন, ও কেশবপুর উপজেলায় ১ জন রয়েছেন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ২৭ আগস্ট পর্যন্ত যশোর জেলায় ২১ হাজার ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫১৫ জন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মারা গেছেন ৪৫২ জন।