প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২০ , ৪:১৮:৪৭ প্রিন্ট সংস্করণ
বরিশাল অফিস :-
বাবুগঞ্জের সাতমাইল বাজারে দোকানঘরের জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ভাড়াটিয়া এক পোল্ট্রি ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষরা। এসময় ওই পোল্ট্রি দোকানের কর্মচারীকে মারপিট করে দোকান থেকে নগদ প্রায় অর্ধলক্ষ টাকাসহ মুরগি হত্যা ও লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার সাতমাইল বাজারের ব্যবসায়ী কামাল ঢালীর মালিকানাধীন তুহিন স্টোর্স ও পোল্ট্রি শপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা যায়, সাতমাইল বাজারের তুহিন হাওলাদারের দখলে থাকা: তুহিন স্টোর্স নামের একটি দোকানঘর ভাড়া নিয়ে তাতে পোল্ট্রি ব্যবসা শুরু করেন স্থানীয় ব্যবসায়ী কামাল ঢালী। পোল্ট্রি ব্যবসায়ী কামাল ঢালীর সাথে কোনো বিরোধ না থাকলেও ওই দোকানঘরের জমির মালিকানা নিয়ে দোকান মালিক তুহিন হাওলাদারের সঙ্গে একই এলাকার আনসার উদ্দিন নেগাবান গংদের পূর্ববিরোধ ও আদালতে মামলা চলছিল। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আনসার উদ্দিন নেগাবানের নেতৃত্বে তার স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে সজীব নেগাবানসহ ১০/১২ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভাড়াটিয়া পোল্ট্রি ব্যবসায়ী কামাল ঢালীর দোকানে হামলা চালায়। এসময় তারা ওই পোল্ট্রি দোকানের কর্মচারী সায়েমকে মারপিট করে ক্যাশবাক্স ভেঙে নগদ ৪৭ হাজার ৪০০ টাকা ও ৪০টি সোনালী মুরগি লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন কামাল ঢালী। এসময় হামলাকারীদের তান্ডবে দোকানে থাকা বেশ কিছু ব্রয়লার মুরগি মারা যায় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। এ ঘটনার পরে এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে লুটপাটের ঘটনা অস্বীকার করে অভিযুক্ত আনসার উদ্দিন নেগাবান নিজেকে ওই বিরোধীয় দোকানঘরের মালিক দাবি করে বলেন, ‘আমরা দোকান লুট করতে যাইনি। অবৈধ দখলদার তুহিন ও তার ভাড়াটিয়া উচ্ছেদ করতে গিয়েছিলাম। তাই সেখানে একটু হাতাহাতি হয়েছে।’ #