Uncategorized

বরিশালে জুমার নামাজে হামলা, ইমামকে মারধর !

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২০ , ১০:৫৮:১২ প্রিন্ট সংস্করণ

কুয়াকাটা প্রতিনিধি :

কুয়াকাটার একটি জামে মসজিদে জুমার নামাজে ইমাম নিয়ে আপত্তি তুলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের মিম্বর থেকে ইমামকে নামিয়ে দেয়া হয়।

এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে ইমাম হাফেজ আ. সালামকে লোহার রড দিয়ে পায়ে আঘাত করা হয়। বর্তমানে তার ভাঙ্গা পা নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা পৌরসভার পাশ ঘেঁষে লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া সুফিসাব হুজুরের বাড়ি জামে মসজিদে গত কয়েক মাস ধরে ইমামের পেছনে নামাজ পড়া না পড়া নিয়ে বিবাদ চলছিল। সর্বশেষ শুক্রবার জুমার নামাজে ইমামের নির্দেশে তার ছেলে মাওলানা মিজানুর রহমান ইমামতি করতে মিম্বরে ওঠেন।

এ সময় স্থানীয় আলতাফ ফকির তাকে মিম্বর থেকে নামিয়ে দিতে চেষ্টা করায় ইমাম হাফেজ আ. সালাম প্রতিবাদ করেন। এ ঘটনায় অন্যান্য মুসল্লিরাও আলতাফ ফকিরের সঙ্গে একজোট হয়ে হাফেজ সালামকে মারধর করেন।

এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। হাতাহাতির খবর পেয়েছি। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content