Uncategorized

করোনা , ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৪ গুণ বেশি

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৪:৪৩:২৯ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক॥

অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৪ গুণ বেশি। ধূমপানের ফলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং করোনার চিকিৎসায় তা নেতিবাচক ভূমিকা রাখে। গতকাল তুরস্কের একটি আসক্তিবিরোধী সংস্থা তুর্কিশ গ্রিন ক্রিসেন্টের প্রধান এসব দাবি করেন। অধ্যাপক মুকাহিত ওজতুর্ক ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ধূমপায়ীদের এ অভ্যাস ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

 

অধ্যাপক ওজতুর্ক বলেন, ধূমপান ও তামাকপণ্য ব্যবহারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। ধূমপান মানুষের ফুসফুসের ক্ষতি করে এবং কাশি আটকে দিতে পারে। ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া গলায় ও ফুসফুসে আটকে থাকে। এতে আশঙ্কাজনক অবস্থা তৈরি হতে পারে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ধূমপায়ীদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। কারণ এতে ঠোঁটে আঙুল স্পর্শ করা হয়, যা মুখে ভাইরাসের সংক্রমণের আশঙ্কা বাড়ায়। অধ্যাপক ওজতুর্ক বলেন, মানবদেহ এমনভাবে তৈরি হয়েছে যে, যখনই আপনি ধূমপান ছেড়ে দেবেন, তখন থেকেই তা সুস্থ হতে শুরু করে।

আরও খবর

Sponsered content