প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৬:২২:০১ প্রিন্ট সংস্করণ
মুলাদী (বরিশাল)প্রতিনিধিঃ
বরিশাল জেলার মুলাদীতে ঢাকা গামী লঞ্চ থেকে সফিপুর ইউনিয়নের বালিয়াতলী এলাকার মৃত ইনছার বেপারীর ছেলে মোঃ এমদাদুলকে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়া হয় । স্থানীয়রা একটি সূত্র আজকের তালাশকে জানান গত তিন দিন আগে সফিপুর ইউনিয়নের ছাত্রলীগের আহবায়ক সোহাগ ফরাজীর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের মতো সন্ত্রাসী আচল ৬ লঞ্চ এ উঠে এলোপাতারি ভাবে মারধর শুরু করে এক পর্যায়ে লঞ্চ থেকে নদীতে ফেলে দেয়া হয় । পরবর্তিতে তাকে অঙ্গাত অবস্হায় উদ্বার করে ঢালী বাড়ীর লঞ্চ ঘাটের ম্যানেজার কালাম সিকদার উদ্বার করে প্রথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্হা করেন।